সোমবার, মার্চ ১০

আমদানি বাড়লেও কমছে না পেঁয়াজের দাম

0

ঢাকা অফিস: এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও বাড়লো ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজি প্রতি বেড়েছে দুই থেকে চার টাকা।গতকাল বুধবার ভালো মানের যে পেঁয়াজগুলো বিক্রি হয়েছে পাইকারি বাজারে ২৮ টাকায় সেই পেঁয়াজ এখন ৩২ টাকা এবং একটু খারাপ মানের পেঁয়াজ দুই টাকা বৃদ্ধি পেয়ে ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বাড়ার কারণ হিসেবে আমদানিকারকরা বলছেন, ভারতের বেঙ্গালুরে পেঁয়াজের প্রথম চালান অতিরিক্ত বন্যার কারণে নষ্ট হয়ে গেছে। যার জন্য নাসিক, ইন্দরসহ বিভিন্ন প্রদেশের পেঁয়াজের চাহিদা বেড়ে গেছে। চাহিদার তুলনায় আমদানি না হওয়াতে পেঁয়াজের দাম বেড়েছে। হিলি স্থল কাস্টম তথ্য মতে, বুধবার ৩১টি ভারতীয় ট্রাকে ৮৬০ মেট্রিক টন  পেঁয়াজ আমদানি হয়েছে।

Share.