শনিবার, ডিসেম্বর ২৮

আমরা একটি শিল্পীকেও ক্ষুধার্ত থাকতে দেবো না

0

বিনোদন ডেস্ক: করোনার সংকট শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সরব অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তারা দেশের মানুষকে সচেতনতার আহ্বান জানানোর পাশাপাশি অসহায় শিল্পীদের পাশে নানা সময় সহযোগিতার হাত বাড়িয়েছে। পাশাপাশি এফডিসি কেন্দ্রিক আরও কয়েকটি  সমিতির অসচ্ছল সদস্যদের দিয়েছে আর্থিক অসহায়।এদিকে আসন্ন ঈদকে সামনে রেখে চলচ্চিত্র শিল্পী সমিতির অসচ্ছল শিল্পীদের ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আরটিভি অনলাইনকে জানালেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, প্রতি বছর আমরা ৫০-৬০ জন অসচ্ছল শিল্পীদের সহযোগিতা দিয়ে থাকি। যেহেতু এবারের সংকট একটু বেশিই তাই আগের চেয়ে চার পাঁচ গুণ বেশি মানুষকে এই বোনাস দেওয়া হবে। সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল বলেন, আমরা একটি শিল্পীকেও ক্ষুধার্ত থাকতে দেবো না। এখন সময় আমাদের অসহায় ভাই-বোনদের পাশে দাঁড়ানোর। সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন তাদের পাশে দাঁড়ানোর। এদিকে সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, এই সংকট চিরদিন থাকবে না। আল্লাহর ইচ্ছায় পৃথিবী একদিন করোনার ভয়াবহতা থেকে মুক্তি পাবে। আসুন মানুষ হিসেবে সবাই মানুষের পাশে দাঁড়াই।

Share.