মঙ্গলবার, ডিসেম্বর ২৪

আমরা খারাপ খেলেছি, শুরু থেকে শেষ পর্যন্ত: কোচ জিনেদিন জিদান

0

স্পোর্টস ডেস্ক: কঠিন সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতায় শেষ চার ম্যাচে তৃতীয় হার। গতকাল রিয়াল বেতিসের মাঠে ২-১ গোলের হারে শীর্ষে থাকা বার্সেলোনাকে টপকানোর সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। রিয়াল বেতিসের বিপক্ষে এই হার মৌসুমে লস ব্লাঙ্কোসদের সবচেয়ে বাজে পারফরম্যান্স বলে স্বীকার করলেন কোচ জিনেদিন জিদান। জিদান এ হারে ক্ষুব্ধ, ‘আমরা খারাপ খেলেছি, শুরু থেকে শেষ পর্যন্ত। এটা লজ্জার। ভালো খেলার সুযোগ ছিল আমাদের, কিন্তু পারিনি। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই।’ হারের দায় নিজের কাঁধে নিয়ে রিয়াল কোচ আরও যোগ করেন, ‘দলের যখন কিছু ঠিকঠাক হবে না কিংবা প্রত্যাশামতো খেলতে পারবে না, তখন আমিই দায়ী। এটা মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্স। আক্রমণে, রক্ষণে এমনকি শক্তিতেও আমরা পিছিয়ে ছিলাম।’

Share.