সোমবার, জানুয়ারী ২০

আমার তুলনায় প্রেমিকার অর্জন বেশি : রণবীর

0

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম নিয়ে বলিউডপাড়ায় নানা আলোচনা চলছে। এ যুগল কবে বিয়ের পিঁড়িতে বসবেন, তা জানতে আগ্রহী ভক্তকুল। বাস্তবের এ লাভ বার্ডকে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় রোমান্স করতে দেখা যাবে। হিন্দুস্তান টাইমসের খবর, সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেছেন, যখন প্রেমিকা আলিয়া ভাটের অর্জনের সঙ্গে নিজের অর্জনের তুলনা করেন, তখন নিজেকে তাঁর কম সফল মনে হয়। রণবীরের দাবি, আলিয়ার অর্জনের খাতা ভারী। লকডাউন চলাকালে কোনো অনলাইন ক্লাস করেছেন কি না, সাংবাদিক রাজীব মাসান্দের এমন প্রশ্নের জবাবে রণবীর কাপুর বলেন, ‘আমার প্রেমিকা আলিয়ার প্রাপ্তির খাতা বড় এবং সে সম্ভবত প্রত্যেক ক্লাসই করেছে—গিটার থেকে চিত্রনাট্য পর্যন্ত। ওর অর্জনের সামনে নিজেকে কম সফল মনে হয়। কিন্তু না, আমি কোনো ক্লাস করিনি। আসলে আমরা কিছু পারিবারিক ঝামেলায় ছিলাম। এ সময় পড়াশোনা করেছি, পরিবারকে সময় দিয়েছি এবং প্রতিদিন দু-তিনটি করে সিনেমা দেখেছি।’ শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন কি না, এমন প্রশ্ন করা হলে অবশ্য কৌশলী উত্তর দেন রণবীর কাপুর। তবে ইঙ্গিত দেন, মহামারি শুরু না হলে হয়তো জীবনটা অন্যরকম হতো। ‘খুব শিগগিরই আমার জীবনের লক্ষ্যে একটি টিক মার্ক দিতে চাই,’ বলেন রণবীর। কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, ভারতের মুম্বাইয়ের জুহু ও লন্ডনের কোভেন্ট গার্ডেনে দুটি ফ্ল্যাট থাকা সত্ত্বেও রণবীর কাপুরের অ্যাপার্টমেন্টের প্রতিবেশী হতে মুম্বাইয়ের বান্দ্রায় আরো একটি ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট।মুম্বাইয়ের বাস্তু পালি হিল কমপ্লেক্সের পঞ্চম তলায় দুই হাজার ৪৬০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। এ অ্যাপার্টমেন্টের সপ্তম তলায় একা থাকেন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর। আর এই ফ্ল্যাট কিনতে আলিয়ার ব্যয় হয়েছে ৩২ কোটি রুপি। ঘটনাচক্রে, এই অ্যাপার্টমেন্টটি কাপুর পরিবারের কৃষ্ণ রাজ বাংলোর নিকটবর্তী। প্রতিবেদনে আরো জানানো হয়, আলিয়ার এই ফ্ল্যাটের অভ্যন্তরীণ ডিজাইনের দায়িত্ব পেয়েছেন প্রযোজক গৌরী খান (শাহরুখ খানের স্ত্রী)। ২০১৬ সালে রণবীরের ফ্ল্যাট সাজানোর একই দায়িত্ব পেয়েছিলেন গৌরী।রণবীর কাপুর ও আলিয়া ভাটকে আগামীতে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে। প্রথমবারের মতো এ সিনেমায় জুটি বেঁধেছেন বাস্তব জীবনের এ যুগল।

Share.