আমার বিরুদ্ধে প্রায় ২৯০টি হত্যা মামলা এটি নিশ্চয়ই একটি রেকর্ড: আসাদুজ্জামান খান

0

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে বলেছেন, “আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলেই আমি দেশে ফিরব।” তিনি আরও বলেন, “আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম, তাই আমি জানি ১৯৭১ সালে বাংলাদেশকে সাহায্য করতে ভারত কী করেছে। ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করেছে, এবং এখন কূটনৈতিকভাবে সাহায্য করতে পারে,” উল্লেখ করে কামাল ভারতের কাছে কূটনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানান। তাঁর মতে, বাংলাদেশের আদালতগুলো বর্তমানে কার্যক্রমহীন হয়ে পড়েছে এবং আওয়ামী লীগ পক্ষের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না। কামাল বলেন, আমার একমাত্র ছেলে জেলে। আমার অনেক আত্মীয় ভালো অবস্থায় নেই। আমার ছেলে কাশিমপুরের একটি কারাগারে রয়েছে, যেখানে আমরা একসময় সন্ত্রাসীদের আটক রাখতাম। কয়েকদিন পরপর, বর্তমান সরকারের কেউ সেখানে গিয়ে আমার ছেলেকে জিজ্ঞাসা করে, আমি কোথায় অবস্থান করছি। আর আমার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। তিনি আরও বলেন আমার বিরুদ্ধে প্রায় ২৯০টি হত্যা মামলা হয়েছে। এটি নিশ্চয়ই একটি রেকর্ড, হয়ত আন্তর্জাতিক রেকর্ডও। ৫৪টি মামলায়, যারা হত্যার শিকার হওয়ার কথা বলা হয়েছে, তারা জীবিত ফিরে এসেছেন… এই মামলাগুলোতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমি এবং আরও বেশ কয়েকজন নেতার নাম রয়েছে। কামাল বলেন, আমি ফিরে যেতে ভয় পাই না। তবে সেটি কেবল তখনই সম্ভব, যখন আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে, বিচারকরা স্বাধীনভাবে মামলা শুনতে পারবেন এবং আমাদের পক্ষের আইনজীবীরা আমাদের পক্ষে লড়তে পারবেন। আমরা নির্বাচনে বিশ্বাস করি। আমরা অবশ্যই নির্বাচন লড়ব, যদি সেখানে যেতে পারি।

Share.