শুক্রবার, জানুয়ারী ২৪

আমিন একাই বিএসএফকে শায়েস্তা করার জন্য যথেষ্ট: লে. কর্ণেল গোলাম কিবরিয়া

0

ঢাকা অফিস: ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া সম্প্রতি সীমান্তের নিরাপত্তা ও গ্রামবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমিন একাই বিএসএফকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। আপনাদের এখানে আসার দরকার নেই। যখন আমার প্রয়োজনে গ্রামবাসীদের সহযোগিতা প্রয়োজন হবে, তখন আমি আপনাদের জানাবো।” তিনি আরও বলেন, “আমাদের হাতে অস্ত্র আছে, প্রশিক্ষণ আছে, এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের মনোবল অটুট। আমাদের পিছনে ১৮ কোটি মানুষের সমর্থন রয়েছে। বিজিবি সীমান্তে দাঁড়িয়ে থাকলে নিরাপত্তা নিয়ে আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই। ইনশাআল্লাহ, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।” গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সীমান্ত এলাকায় ভিড় করে আমাদের কাজ ব্যাহত করবেন না। তবে যেকোনো প্রয়োজনে আপনারা সবসময় আমার সাহায্য সহযোগিতা পাবেন।” লে. কর্ণেল গোলাম কিবরিয়া তার বক্তব্যে বিজিবির সাহসী ভূমিকা এবং সীমান্ত নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Share.