আমিরাত-বাহরাইনকে নিয়ে ইরান বিরোধী জোট গড়বে ইসরায়েল

0

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনকে নিয়ে ইরান বিরোধী জোট গঠনে এগিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।জানা যায়, নেতানিয়াহু তার আমিরাত ও বাহরাইন সফরকে ইরান বিরোধী জোট গঠনে কাজে লাগাতে চায়। তবে বুধবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নিজের পরিকল্পিত গালফ দেশগুলোতে সফর আপাতত স্থগিত করেছেন নেতানিয়াহু। করোনাভাইরাসের বিস্তার রোধে ইসরায়েল নতুন করে লকডাউন দেয়ার পর নেতানিয়াহু তার সফর স্থগিত করলেন। এই লকডাউনের অংশ হিসেবে বেন গুরিয়ন বিমানবন্দরও বন্ধ করে দেয়া হয়েছে।ইসরায়েল হায়োম জানিয়েছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রায় সুস্পষ্ট উস্কানি দেখতে পাচ্ছে ইসরায়েল। এছাড়া ইরানের ওপর থেকে বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা এবং ওয়াশিংটনের পরমাণু চুক্তিতে ফেরত আসার মতো বার্তা দেখে ইসরায়েল খুবই চিন্তিত।এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন আগামী দুই সপ্তাহ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। ওয়াল্লাহ জানিয়েছে, সিরিয়ায় ইরানের অবস্থান এবং মধ্যপ্রাচ্যে তাদের সন্ত্রাসী হামলার পরিকল্পনা সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের কাছে ‘সংবেদনশীল গোয়েন্দা তথ্য’ শেয়ার করবেন কোহেন।

Share.