আমি আমার প্রাপ্য অধিকার চাই: জ্যোতিকা জ্যোতি

0

বিনোদন ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের কবলে দেশে চলচ্চিত্র ও টিভি নাটকের শুটিং না থাকায় নির্মাতা-অভিনয় শিল্পীদের আয়-রোজগারও বন্ধের প্রেক্ষাপটে কারো করুণা নয়, শিল্পী হিসেবে প্রাপ্য অধিকার চাইলেন অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “একজন শিল্পী হিসেবে আমি আমার প্রাপ্য অধিকার চাই। হাওয়া খেয়ে বা বিশেষ দিবসে বিশেষ কয়েকজনের চা-চক্রের দাওয়াতে গিয়ে আমার পেট ভরে না। আর আত্মসম্মান বিকিয়ে করুণা নিয়েও আমার শান্তি আসে না। নিজের পেশাগত অধিকার ও দেশের শিল্প-সংস্কৃতি রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংগঠনসমূহের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করছি।” কাজ না থাকায় কোনো সম্মানীও পাচ্ছেন না তিনি; দেশের চলমান পরিস্থিতিতে কবে নাগাদ কাজ শুরু হবে তা নিয়েও অনিশ্চয়তার কথা জানালেন এ অভিনেত্রী। “টেলিভিশন শিল্পী সংঘ থেকে ম্যাসেজ এসেছে, কোন দুস্থ শিল্পী আগ্রহী থাকলে সরকারি সাহায্যের জন্য তথ্য মন্ত্রনালয়ে তার নাম পাঠানো হবে। কিন্তু সরকারের এই দুই-চার হাজার বা দুই-চার লক্ষ টাকার সাহায্য দিলেই বা আমি নেবো কেন? ক্ষুধার পাশাপাশি আত্মসম্মানও তো আছে শিল্পীর।” সরকারের করুণায় একজন শিল্পীর জীবন চালাতে হবে কি না সেই প্রশ্নও তুলেছেন তিনি। শিল্পী হিসেবে নিজের প্রাপ্য অধিকার আদায়ে সহশিল্পীদের আওয়াজ তোলার আহ্বান জানান জ্যোতিকা জ্যোতি।

Share.