আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই: ফয়জুল করীম

0

ঢাকা অফিস: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, অতীতের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি ও আদর্শের ওপর অবিচল থাকতে হবে। আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আজ বুধবার সকালে গুলিস্তানের হোটেল ইম্পেরিয়ালে কেন্দ্রীয় মজলিসে শূরার সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মজলিসে শূরার সভা সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও প্রকৌশলী আশরাফুল আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, আল্লামা আবদুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন ও উপদেষ্টা পরিষদ সদস্য ড. মাওলানা মোশতাক আহমাদ।

Share.