আমি বিশাল ব্যবধানে জয়ী: ট্রাম্প

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক ও টুইটারে পোস্ট করে বিষয়টি জানান তিনি।  রিপাবলিকান এই নেতা লিখেছেন, ‘আমি বিশাল ব্যবধানে জয়ী!’ বাস্তবতাটা বিশ্ববাসী এরই মধ্যে জেনে গেছে, ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় জয়ের মধ্য দিয়ে ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সিএনএন- বিবিসি’র পূর্বাভাস অনুযায়ী, বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৭৩।  প্রতিবেদনে বলা হয়েছে, ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বাইডেন।  জানুয়ারিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, তবে সেটি নির্ভর করবে আইনগত চ্যালেঞ্জের ফলাফলের ওপর। তবে যুক্তরাষ্ট্রের আইন বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্প যদি নির্বাচনে পরাজিত হন এবং সেই ফলাফল নির্বাচনী কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে, তাহলে তিনি পরাজয় স্বীকার করলেন কি করলেন না সেটাতে কিছুই যায় আসে না।ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে ২০২১ সালের ২০ জানুয়ারি দুপুর ১২টার দিকে। এর পর তিনি আর প্রেসিডেন্ট থাকবেন না, যদি না তিনি দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে জয়লাভ করেন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের বর্তমান ক্ষমতার মেয়াদ শেষ হবে এবং সেসময় বর্তমান নির্বাচনে বিজয়ী প্রার্থী শপথ নেবেন এবং শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তিনিই প্রেসিডেন্ট হবেন।

Share.