শনিবার, ডিসেম্বর ২৮

আমেরিকাকে পরমাণু সমঝোতা লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানাল রাশিয়া

0

ডেস্ক রিপোর্ট: আমেরিকার ইরান বিরোধী পদক্ষেপের তীব্র সমালোচনা করে রাশিয়া বলেছে, ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন না করে আমেরিকার উচিত পরমাণু সমঝোতা লঙ্ঘন বন্ধ করা। সম্প্রতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়মস্কোয় প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু সমঝোতাকে অনুমোদনকারী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে ‘অস্ত্র নিষেধাজ্ঞা’ বলে কোনো পরিভাষা নেই।এ ছাড়া, আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের ফল হয়েছে এই যে, যখন বিশ্বের সবগুলো দেশ এই প্রস্তাব মেনে চলছে তখন আমেরিকা এটি না মেনে নিজেকে একঘরে করে রেখেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানকে শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহারে বাধা প্রদান কিংবা দেশটিকে আত্মরক্ষার অধিকার থেকে বঞ্চিত করার জন্য নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাব পাস করা হয়নি। ২০১৫ সালের জুলাই মাসে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন,রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। চুক্তি সই করার পরের সপ্তাহে এ চুক্তিকে আন্তর্জাতিক আইন হিসেবে স্বীকৃতি দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব পাস হয়। কিন্তু আমেরিকা ওই আইন লঙ্ঘন করে ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ট্রাম্প প্রশাসন বলছে, ইরানকে আগের সমঝোতা বাদ দিয়ে নতুন করে পরমাণু চুক্তি সই করতে বাধ্য করার জন্য দেশটির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হয়েছে। তবে তেহরান আমেরিকার সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে।

Share.