ডেস্ক রিপোর্ট: আমেরিকান ফুটবলের সুপার বোল শিরোপা বিজয়ী দল ক্যান্সাস সিটি চিফস-এর আনন্দ মিছিলের শেষ পর্যায়ে গুলিবর্ষণে একজন মারা গেছেন এবং অন্তত নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে সিটির দমকল বাহিনী জানিয়েছে। গুলিবর্ষণ শুরু হলে টিমের সমর্থকরা আতঙ্কিত হয়ে পালাতে থাকে। পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দু’জনকে আটক করা হয়েছে। সমর্থকদের যত তাড়াতাড়ি সম্ভব এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। ক্যান্সাস সিটি চিফস-এর সমর্থকরা পাঁচ বছরে দলের তৃতীয়বারের সুপার বোল শিরোপা জয় উদযাপন করার কিছুক্ষণ পরেই বিজয় মিছিলের পথে কয়েকজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। ‘আমরা একের পর এক ট্রফি জমা করছি,’ চিফস-এর প্লেয়ার দ্রু টরানকুইল বলেন। তিনি সান ফ্রান্সিস্ক ফরটি-নাইনার’স-এর বিরুদ্ধে অতিরিক্ত সময়ের জয়ের উৎসব পালনের সময় বুধবার বলেন। দলের প্লেয়াররা সমর্থকদের ঢলের মাঝ দিয়ে দোতালা বাসে চড়ে যাওয়ার সময় ড্রাম-বাদকের দল আর ডিজেরা তাদের স্বাগত জানায়। জনতা রাস্তার দু’পাশ ধরে দাঁড়িয়ে ছিল। অনেকে ভালোমতো দেখার জন্য গাছে বা ভবনের ছাদে উঠে।
আমেরিকান ফুটবল উৎসবে গুলি, নিহত-১ আহত- ৯
0
Share.