মঙ্গলবার, ডিসেম্বর ২৪

আমেরিকায় প্রচণ্ড ঠান্ডা ও তুষার ঝড়ে নিহত-৮৩

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে তুষারপাতের পাশাপাশি চলছে বৃষ্টি ও ভারী বর্ষণে অন্তত ৮৩ জন প্রাণ হারিয়েছেন। গত দুই সপ্তাহের তুষারপাতে এ প্রাণহানি ঘটেছে বলে রবিবার (২১ জানুয়ারি) দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, আবহাওয়ার কারণে টেনেসিতে প্রাণ হারান ১৯ জন, ওরেগনে ১৬ জন এবং রাস্তায় চলমান একটি গাড়িতে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়িটির ৩ আরোহী মারা যান। এ ছাড়া, মৃত্যুর খবর আসে ইলিনয়, পেনসিলভেনিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, নিউইয়র্ক, নিউ জার্সিসহ আরও কয়টি অঙ্গরাজ্য থেকে। গত সপ্তাহে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং দক্ষিণের কিছু অংশে তীব্র শীত জেঁকে বসে। এ সময় বাড়িঘর ও ব্যবসায়িক দপ্তরগুলো তীব্র ঠান্ডার কারণে উষ্ণ রাখতে গিয়ে বিদ্যুত উৎপাদনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়েছে। গতকাল শনিবার রাতে মিসিসিপিতে শূন্য-ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এ ছাড়া গ্রেট লেকস এবং এর উপরিভাগে উত্তর–পূর্বাঞ্চলে রোববার তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। ফ্লোরিডার আবহাওয়াবিদরা বলেছেন, নিম্ন তাপমাত্রা বন্যপ্রাণীকে প্রভাবিত করতে পারে, যার ফলে একটি বিরল আবহাওয়া সম্পর্কিত ঘটনা ঘটতে পারে। তীব্র শীতের ঝড় সারাদেশে ভ্রমণ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যার ফলে দেশজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে।

Share.