বুধবার, জানুয়ারী ২২

‘আম্মু-আব্বু ঝগড়া করো না’ লিখে কিশোরের আত্মহত্যা

0

ঢাকা অফিস: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চিরকুট লিখে নবম শ্রেণির এক স্কুলছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম গোলাম হোসেন অপু (১৫)। সে ছয়ঘড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। চিরকুটে সে লেখে- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি চাই আম্মু-আব্বু মিলেমিশে থাকো। কখনও ঝগড়া করো না। ভাইবোনরে না মেরে আদর-স্নেহ করো। আমাকে মাফ করে দিও, ইতি অপু।’ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে নিশ্চিত করেন আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী। তিনি বলেন, বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় সাদা কাগজের এক পৃষ্ঠায় অপুর লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার প্রমাণ মিলেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share.