বুধবার, জানুয়ারী ২২

আরও ৫ জন উপদেষ্টা হচ্ছেন, সন্ধ্যা ৭টায় শপথগ্রহণ

0

ঢাকা অফিস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন যুক্ত হচ্ছেন। আজ রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে শপথ নেবেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও কারা নতুন উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন সে বিষয়ে এখন কিছু জানা যায়নি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন যুক্ত হচ্ছেন। আজ রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে শপথ নেবেন তারা। বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর দেশত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এর পরদিন রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। তারপর আপিল বিভাগের মতামত নিয়ে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেদিন প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। বর্তমানে উপদেষ্টা পরিষদের ২১ জন উপদেষ্টা রয়েছেন।

Share.