বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

আরসার আস্তানায় অভিযান, অস্ত্র-গ্রেনেডসহ উখিয়ায় গ্রেফতার-২

0

বাংলাদেশ থেকে কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার গহীন পাহাড়ে আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে র‍্যাব। এসময় আস্তানা থেকে আরসার দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব টিম। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। র‍্যাব ১৫কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান, উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন এই পাহাড়ে মিয়ানমারের রাখাইন ষ্টেটের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নতুন করে আস্তানা গড়ে তোলার গোপন সংবাদ পেয়ে র‍্যাব ১৫ এর একাধিক টিম মঙ্গলবার মধ্য রাত থেকে ঐ পাহাড়ে অভিযান শুরু করে। আজ বুধবার ভোরের দিকে আস্তানা ঘেরাও করলে আরসার সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‍্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় আরসার সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় র‍্যাব সদস্যরা দুই আরসার সন্ত্রাসীকে আটক করে এবং আস্তানা উদ্ধার করে। এর পর থেকে র‍্যাব সদস্যরা পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

Share.