শনিবার, ডিসেম্বর ২৮

আরো একটি আর্থিক প্রতিষ্ঠান অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

0

ঢাকা অফিস: স্ট্রাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডকে লাইসেন্স দিল কেন্দ্রীয় ব্যাংক। দেশে ব্যবসার জন্য কেন্দ্রীয় ব্যাংকের চুড়ান্ত অনুমোদন পেল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি। নতুন এ আর্থিক প্রতিষ্ঠানকে লাইসেন্স দি‌য়ে সার্কুলার জা‌রি ক‌রে‌ছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ। নিয়ে দেশে ব্যাংকবর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) সংখ্যা দাঁড়াল ৩৫টিতে।‌কেন্দ্রীয় ব্যাং‌কের সার্কুলারে বলা হ‌য়ে‌ছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ৪(১) নং ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘স্ট্রাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড’-কে বাংলাদেশে অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান করা হয়েছে।

Share.