স্পোর্টস ডেস্ক: কদিন আগেই কোপা আমেরিকার আয়োজক দেশ থেকে নিরাপত্তা ইস্যুতে বাদ দেওয়া হয়েছে কলম্বিয়ার নাম। কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয় টুর্নামেন্টটি। কলাম্বিয়ার পর এবার আর্জেন্টিনা থেকেও সরিয়ে নেওয়া হচ্ছে কোপা আমেরিকা। তবে কেন সরিয়ে নেওয়া হয়েছে সেটা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি কনমেবল। ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার করোনা পরিস্থিতির অবনতি হওয়াতেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে কনমেবল।গতকাল রোববার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল)। টুর্নামেন্টটির ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুদেশে হওয়ার কথা। কিন্তু যৌত আয়োজকের তালিকা থেকে দুদেশই বাদ পড়ল। এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, টুর্নামেন্ট আয়োজন নিয়ে অন্য দেশগুলোর প্রস্তাব নিয়ে ভাবছে তারা। খুব দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে। আজ সোমবারই কনমেবলের কর্তাদের বৈঠকে ঠিক হতে পারে স্বাগতিক দেশ। এর আগে গত ২০ মে বিবৃতিতে কনমেবল বলেছে, ‘কনমেবল নিশ্চিত করছে, ২০২১ কোপা আমেরিকার আয়োজন ঠিক থাকবে। কলম্বিয়ায় যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল, সেগুলো কোথায় হবে তা আগামী কয়েক দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।বিবৃতিতে কনমেবল আরো জানিয়েছে, ‘বার্ষিক আন্তর্জাতিক সূচি ও আসর আয়োজন সংক্রান্ত বিষয়গুলো বিবেচনায় এনে কোপা আমেরিকা নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া সম্ভব নয়। উৎসাহ ও নিবেদনের জন্য কলম্বিয়ার রাষ্ট্রপতি ইভান দুকে ও কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুনসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাচ্ছে কনমেবল।’আগের সূচি অনুযায়ী, আগামী ১৩ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে কোপা আমেরিকা। এবারের আসরের ফাইনালসহ ১৫টি ম্যাচ হওয়ার কথা ছিল কলম্বিয়ায়, বাকি ১৩টি আর্জেন্টিনায়। সরের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল আর্জেন্টিনার বুয়েনস আইরেসে। প্রথম ম্যাচে চিলির মুখোমুখি হওয়ার কথা স্বাগতিক আর্জেন্টিনার। কিন্তু স্বাগতিক দেশ বাদ যাওয়ায় সব নিয়েই অনিশ্চিয়তা শুরু হয়েছে।এবারের আসরে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০টি দল। প্রতি গ্রুপ থেকৈ চারটি করে দল খেলবে নকআউট পর্বে। দুই অতিথি দল অস্ট্রেলিয়া ও কাতার খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত থাকছে না।টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল মূলত গত বছর। ২০২০ সালে করোনার প্রভাবে এক বছরের জন্য টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হয়।
আর্জেন্টিনাতেও হচ্ছে না কোপা আমেরিকা
0
Share.