বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কোচ সেজার লুইস মেনোত্তি আর নেই

0

স্পোর্টস রিপোর্ট: আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী কোচ সেজার লুইস মেনোত্তি মারা গেছেন। ৮৫ বছর বয়সে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবল ব্যক্তিত্ব। রোববার (৫ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রক্তস্বল্পতার কারণে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন মেনোত্তি। মেনোত্তির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানাচ্ছে যে, জাতীয় দলের বর্তমান পরিচালক এবং আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপ জয়ী কোচ সিজার লুইস মেনোত্তি মারা গেছেন। ” খেলোয়াড়ি জীবনে রোজারিও সেন্ট্রাল, রেসিং ক্লাব, বোকা জুনিয়র্সের মতো নামকরা ক্লাবে খেলেছেন মেনোত্তি। পরে নিউইয়র্ক জেনারেলস এবং ব্রাজিলের ক্লাব সান্তোস ও জুভেন্টাসের হয়েও মাঠ মাতিয়েছেন তিনি। তবে কোচিং ক্যারিয়ারেই সবচেয়ে বেশি সমৃদ্ধ মেনোত্তি। তার অধীনেই ঘরের মাঠে ১৯৭৮ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

Share.