মঙ্গলবার, ডিসেম্বর ২৪

আর্থিক অনিয়মের অভিযোগে ভারতে ফিরেছেন অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত

0

ডেস্ক রিপোর্ট: অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত রেনু পালকে ফিরিয়ে এনেছে ভারত। নিজের বাড়ি ভাড়ায় মাসে ১৫ লাখ রুপি খরচ করায় আর্থিক অনিয়ম ও সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ তদন্তের পর তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় ফরেন সার্ভিসের ১৯৮৮ ব্যাচের কর্মকর্তা রেনু পাল। আগামী মাসে তার অস্ট্রিয়ায় রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন (সিভিসি) তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে তদন্ত পরিচালনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে দেখা যায়, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই তিনি সরকারি বাসভবনের জন্য কোটি কোটি রুপি ব্যয় করেছেন। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তদন্তের অংশ হিসেবে গত সেপ্টেম্বরে ভিয়েনা সফর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ ভিজিলেন্স অফিসার। পরে সিভিসিতে জমা দেওয়া প্রতিবেদনে আর্থিক অনিয়ম, তহবিলের অপব্যবহার ও নীতি লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে রেনু পালকে শাস্তিমূলকভাবে বদলি করে গত ৯ ডিসেম্বর সদর দফতরে সংযুক্ত করা হয়। রাষ্ট্রদূত হিসেবে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ব্যবহার থেকেও তাকে নিবৃত্ত থাকার নির্দেশ দেওয়া হয়। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভিয়েনা থেকে ভারতে ফিরে এসেছেন তিনি।

Share.