আর্থিক সমৃদ্ধি এসেছে, কিন্তু আমরা সহমর্মিতা হারিয়ে ফেলেছি: শিক্ষামন্ত্রী

0

ঢাকা অফিস: ক্যারিয়ারে সফল হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ব্যক্তির আর্থিক সমৃদ্ধি এসেছে, কিন্তু আমরা সহমর্মিতা হারিয়ে ফেলেছি। যান্ত্রিক হয়ে পড়ছি। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, আমি’র পরিবর্তে আমরা বলা শুরু করতে হবে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর নর্দান ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে আমরা অতিমাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমরা এখন ‘আমরার’ পরিবর্তে ‘আমি’ সর্বস্ব হয়ে উঠছি। মন্ত্রী বলেন, ‘সব সময় বঞ্চিতদের কথা ভাবতে হবে। সন্ত্রাস, জঙ্গীবাদ, যৌন হয়রানি, বাল্য বিবাহ থেকে দূরে থাকতে হবে। সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলে ফাউন্ডার সিইও আয়মান সাদিক এবং পাঠাও লিমিটেডের সিইও হোসাইন এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। এছাড়া নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ অন্যনা অতিথিরা বক্তব্য রাখেন।

Share.