বুধবার, জানুয়ারী ১

আর্সেনালের নতুন জার্সি উন্মোচন

0

স্পোর্টস ডেস্ক: উন্মোচন করা হলো ইংলিশ ক্লাব আর্সেলানের ২০২০-২১ মৌসুমের জার্সি। ‘আর্ট ডেকো’ শিল্পকলা থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে গানারদের এবারের জার্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন জার্সির একটি ভিডিও প্রকাশ করেছে আর্সেনাল কর্তৃপক্ষ। যা পরিধান করে ফটোশুটে অংশ নিতে দেখা যায় লাকাজাত্তে-অবামেয়াংদের। ভিডিওটিতে আরও অংশ নিয়েছেন গানারদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ইয়ান রাইট।দুটি ভিন্ন ডিজাইনে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে ভক্তরা কিনতে পারবেন জার্সি। বরাবরের মত এবারও তাদের জার্সির প্রস্ততকারক প্রতিষ্ঠান জার্মানির ‘অ্যাডিডাস’।

Share.