বুধবার, জানুয়ারী ১

আর্সেনালে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের গোলকিপার

0

স্পোর্টস রিপোর্ট: ইংলিশ ক্লাব আর্সেনালে দীর্ঘ মেয়াদি চুক্তিতে যোগ দিলেন ‍যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট টার্নার। সম্প্রতি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এমন তথ্যই প্রকাশ করেছে ক্লাবটি। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলো তা ফলাও করে প্রতিবেদন প্রকাশ করছে। তবে ট্রান্সফার ঠিক কত সেটা নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন গণমাধ্যম বলছে, আমেরিকান এই তারকা ফুটবলারকে নিজেদের ক্লাবে ভিড়াতে ৭০ লাখ ইউএস ডলার খরচ করেছে আর্সেনাল। সেই সঙ্গে মোটা অঙ্কের বোনাসেরও সুযোগ রয়েছে। আবার পরবর্তীতে ম্যাট টার্নারকে যদি ইংলিশ ক্লাবটি বিক্রিও করে দেয়, সেখান থেকেও অর্থ পাবে টার্নারের পূর্বের ক্লাব নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন। উল্লেখ্য, ২০১৬ সালে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন ক্লাবে যোগ দেন ম্যাট টার্নার। খেলেছেন মোট ১১১টি ম্যাচ। যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে অভিষেক হয় ২০২১ সালে। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ১৮টি ম্যাচ ম্যাচ।

 

Share.