বুধবার, জানুয়ারী ১

আলফাডাঙ্গায় জংধরা গ্রেনেড উদ্ধার

0

বাংলাদেশ থেকে ফরিদপুর প্রতিনিধি: আলফাডাঙ্গায় পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি জংধরা গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় উদ্ধারকৃত গ্রেনেডটি আলফাডাঙ্গা থানায় জমা দেওয়া হয়েছে। থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকাল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের ধলাইচর গ্রামের ইউনুছ শেখ তার বাড়ির দক্ষিণ পাশে মাঠ সংলগ্ন পুকুরের ভিতরে কাজ করতে যাওয়ার পর একটি পুরাতন জংধরা গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। তিনি গ্রেনেডটি চিনতে না পাড়ায় বাড়িতে নিয়ে যান। পরে তার ছেলে ইব্রাহিম শেখ পুরাতন জংধরা গ্রেনেডের বিষয়টি জানতে পেয়ে থানায় নিয়ে জমা দেন। স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া গ্রেনেডটি অনেক পুরনো। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের হতে পারে। গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, থানায় এসে এক যুবক ডিউটি অফিসারের কাছে পরিত্যক্ত গ্রেনেডটি জমা দেন। পরবর্তীতে গ্রেনেডটি নিরাপদে বালিভর্তি একটি বালতিতে থানা হেফাজতে রাখা হয়েছে। গ্রেনেডের বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

Share.