ঢাকা অফিস: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন মন্তব্য করেছেন যে, চালের দাম নিয়ন্ত্রণে কোনো বিশেষ যন্ত্র বা মেশিন সরকারের হাতে নেই। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এ সমস্যা সাময়িক। আসলে এমন কোনো আলাদিনের চেরাগতো নেই যে, সুইচ দিলেন আর কালকেই বাজার ঠিক হয়ে যাবে। তবে বাজার স্বাভাবিক রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।” আজ বৃহস্পতিবার সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ড. ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। চালের দাম নিয়ন্ত্রণে সরকারী পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, আমদানি উদার করা হয়েছে। শুল্ক ৬৩ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। আমদানি শুরু হলেই যদি কেউ অনায্যভাবে মজুদ করে থাকে তাহলে তারাও ছাড়তে বাধ্য হবে। বাজারেও স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। বাজারে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা অর্জন করার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “আমার মতে, এটা একটা সাময়িক সমস্যা, এবং বাজারের পরিস্থিতি রাতারাতি পরিবর্তিত হবে না। কোনো যাদুকরী সমাধান নেই।” তিনি আরও জানান, চালের মজুদে কোনো সমস্যা নেই। তারপরও খাদ্য মন্ত্রণালয় ভারতের পাশাপাশি পাকিস্তান ও মিয়ানমার থেকে কয়েক লাখ টন চাল আমদানি করছে। এছাড়া নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ওএমএস ও টিসিবির কার্যক্রম বাড়ানো হচ্ছে।
আলাদিনের চেরাগতো নেই যে, সুইচ দিলেন আর কালকেই বাজার ঠিক হয়ে যাবে: শেখ বশির উদ্দীন
0
Share.