ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে দেশটির স্থানীয় সময় আজ রোববার ভোরে শক্তিশালী ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। এ নিয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর স্কাই নিউজের। ইউএসজিএস বলেছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৯ দশমিক ৩ কিলোমিটার (৫ দশমিক ৭৮ মাইল)। তবে পরবর্তীতে সংশোধন করে তা ৩২ দশমিক ৬ কিলোমিটার বলা হয়। এ ছাড়া প্রাথমিকভাবে এ ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৪ বলা হলেও ইউএসজিএস পরবর্তীতে জানিয়েছে এর মাত্রা ৭ দশমিক ২। আলাস্কা ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কান উপদ্বীপ, আলেউটিয়ান দ্বীপপুঞ্জ এবং কুক ইনলেট অঞ্চলজুড়ে কম্পন অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আলাস্কা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
0
Share.