আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে সাভার থেকে গ্রেফতার

0

ঢাকা অফিস: রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। তার নামে ছয়টি হত্যা মামলাসহ ১১টি মামলা হয়েছে রংপুরে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) র‌্যাব-২-এর সন্ধায় সাভারের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তুষার কান্তি রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। র‌্যাব-১৩ সিও উইং কামান্ডার মো: মমিনুল হক বিপিএম (সেবা) জানান, তাকে আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকায় ‍পুলিশের হাতে সোপর্দ করা হবে। রংপুরে এখনই নেওয়া হবে কি না সে বিষয়ে তিনি কিছু জানাননি। তার নামে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আবু তাহির, অটোচালক মানিক, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম মিরাজ, স্বর্ণশ্রমিক মোসলেম উদ্দিন মিলন, কলা ব্যবসায়ী সাজ্জাদ, হত্যা মামলাসহ আরো একাধিক হত্যাচেষ্টা, ভাঙচুর, লুটপাট ও আত্মসাতের মামলা আছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে কাজ না করায় তার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় কমিটি। তার বিরুদ্ধে সমবায় ব্যাংকের টাকা আত্মসাত ও সমবায় ভবন নির্মানের নামে অর্থ লুটপাটসহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা কামানোর অভিযোগ আছে।

Share.