বুধবার, ডিসেম্বর ২৫

আলুক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার

0

ঢাকা অফিস: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে জিহাদ হোসেন (১৫) নামে এক হোটেল শ্রমিক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৮ জানুয়ারি) ভোরে উপজেলার চাঁনপাড়া এলাকার একটি আলুক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিহাদ একই উপজেলার ফিসকারঘাট গ্রামের মজনু মিয়ার ছেলে। নিহত জিহাদের মামা রশিদুল ইসলাম বলেন, দেড় বছর ধরে চাঁনপাড়া বাজারে আবুল কালামের হোটেলে কাজ করত আমার ভাগনে। তিনদিন আগে তার মা এসে হোটেল থেকে জিহাদকে বাড়ি নিয়ে যায়। মঙ্গলবার বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বুধবার ভোরে চাঁনপাড়া এলাকার আলুক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। পাঁচবিবি থানার ওসি (তদন্ত) রাইসুল ইসলাম জানান, বুধবার ভোরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় আলুক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Share.