আল জাজিরাকে সাক্ষাৎকার দেয়া রায়হান মালয়েশিয়ায় গ্রেপ্তার

0

ডেস্ক রিপোর্ট: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার  “লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন” শিরোনামের প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়া বাংলাদেশি মোহাম্মদ রায়হান কবিরকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার প্রশাসন। শুক্রবার রাতে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক টুইট বার্তায় জানানো হয়েছে, অভিবাসন কর্তৃপক্ষের কাছে পলাতক হিসেবে পরিচিত বাংলাদেশি রায়হান কবিরকে গ্রেফতার করা হয়েছে।  আল জাজিরায় প্রচারিত ‘ওয়ান জিরো ওয়ান ইস্ট’ নামের অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের একটি প্রতিবেদনে করোনা মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির।  সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে এর সমালোচনা শুরু করে মালয়েশিয়া।  দেশটির সরকার ওই প্রতিবেদনে তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এছাড়া প্রতিবেদন প্রকাশের পর আল জাজিরার বেশ কয়েকজন কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংবাদমাধ্যমটি

Share.