ঢাক অফিস:রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আন্তঃজেলা শীর্ষ ডাকাত সরদার মো. খোরশেদ ওরফে বোমা খোরশেদকে (৫৩) লুণ্ঠিত নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করেছে।রোববার (১৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার মোছাদ শামিমা পারভীন।এর আগে গত শনিবার (১২ এপ্রিল) ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. খোরশেদ ওরফে বোমা খোরশেদ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের আব্দুল মন্ডলের ছেলে। বোমা খোরশেদ আন্তঃজেলা ডাকাত দলের সরদার। তার নেতৃত্বেই রাজবাড়ী সহ আশেপাশের জেলায় ডাকতি হতো।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় ২ টি ও বালিয়াকান্দি থানায় ২টি সহ মোট ৪টি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়। মামলা দায়ের হলে মামলার ঘটনা তদন্তে ডিবি পুলিশের একটি আভিযানিক টিম মাঠে নামে। মামলা তদন্তের একপর্যায়ে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৪টি ডাকাতি ঘটনায় খোরশেদের নেতৃত্বে তার গ্রুপের সদস্যগণ সংঘটিত করার প্রমান পাওয়া যায়। ওই মামলা গুলোতে কালু হাওলাদার ওরফে কালু ডাকাতসহ সর্বমোট ৬ জন পেশাদার ডাকাতদের গ্রেপ্তার করা হয়। কালু হাওলাদারের বিরুদ্ধে ৩২ টি মামলা এবং অন্যদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। ইতোমধ্যে দুইজন ডাকাত আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে গ্রেপ্তার ডাকাতরা জানায় মো, খোরশেদ ওরফে বোমা খোরশেদ হচ্ছে ডাকাতির মাস্টারমাইন্ড ও তাদের লিডার।পুলিশ সুপার জানান, আমরা দীর্ঘদিন ধরে ডাকাতদলের এই মাস্টারমাইন্ড খোরশেদকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছিলাম।গতকাল ১২ এপ্রিল বিকেলে ডিবি পুলিশের একটি অভিযামিক টিম ঢাকা জেলার আশুলিয়া থানার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা শীর্ষ ডাকাত সরদার মো. খোরশেদ ওরফে বোমা খোরশেদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত ৪০ হাজার টাকা ও ৫ আনা ১ রতি ওজনের এক জোড়া কানের দুল ও ২ আনা ওজনের ১টি আংটি উদ্ধার করা হয়।তিনি আরও জানান, গ্রেপ্তার খোরশেদের নামে আদালতে রাজবাড়ী সহ পার্শ্ববর্তী জেলায় ডাকাতির ঘটনায় ৮ টি ডাকাতির মামালা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার খোরশেদ ডাকাতকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকার, ডিআইও-১ আব্দুর রহিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান, ডিবির ওসি মফিজুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আশুলিয়ায় শীর্ষ ডাকাত সর্দার ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার হয়েছে
0
Share.