রবিবার, নভেম্বর ২৪

আসছে হলিউডের ‘মর্টাল কমব্যাট’

0

বিনোদন ডেস্ক:  ভিডিও গেমস থেকে অনুপ্রাণিত হয়েছে নির্মিত হয়েছে হলিউড সিনেমা ‘মর্টাল কমব্যাট’। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। তার দুই বছর পর মুক্তি পায় এর সিক্যুয়াল ‘মর্টাল কমব্যাট: অ্যানিহাইলেশন’। অস্ট্রেলিয়ান নির্মাতা সাইমন ম্যাকোয়েড নতুন করে নির্মাণ করেছেন ‘মর্টাল কমব্যাট’।মার্শাল আর্ট ঘরানার এ সিনেমাটি প্রযোজনা করেছেন জেমস ওয়েন। ৮ এপ্রিল হলিউডে মুক্তি পেয়েছিল সিনেমাটি। ৫৫ মিলিয়ন ইউএস ডলার ব্যয়ে নির্মিত ‘মর্টাল কমব্যাট’ এখন পর্যন্ত আয় করেছে প্রায় ৮২ মিলিয়ন ইউএস ডলার। নতুন খবর হলো ৬ জুন বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। এমনটাই জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।এরই মধ্যে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু মহামারির কারণে ব্যবসায়িক সফলতার তেমন পায়নি যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া এ সিনেমাটি। সমালোচকদের মতে, এর আয়োজন ও নির্মাণে আকর্ষণ আছে। অ্যাকশন দৃশ্যগুলোতে দুর্দান্ত কাজ হয়েছে।‘মর্টাল কমব্যাট’ ফ্র্যাঞ্চাইজির ভক্ত এবং চিত্রনাট্যকার গ্রেগ রুসো টুইটারের জানান, এবার ‘মর্টাল কমব্যাট’-এ মারামারি আর সহিংসতার দৃশ্যগুলো অনেক বাস্তবসম্মত এবং বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা হয়েছে, যা দর্শকদের আকৃষ্ট করবে।

Share.