মঙ্গলবার, ডিসেম্বর ২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ১৫ টি দল

0

ঢাকা অফিস: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরাসহ মোট ১৫ টি দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক মহলে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়। নির্বাচনে অংশ নিতে চাওয়া দলগুলো হলো- আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণতন্ত্রী পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ তরীকত ফেডারেশন, বিকল্পধারা বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

Share.