আসাম-মিজোরাম সীমান্তে সংঘাত, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা

0

ডেস্ক রিপোর্ট: ভারতের আসাম-মিজোরাম সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ সোমবার সীমান্ত এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।দুই দিন আগে উত্তর-পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরেই এমন ঘটনা ঘটল।এ ঘটনার পর দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে টুইট করেন। সহিংসতা বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চান তাঁরা।মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথঙ্গা এক টুইটে বলেন, ‘শ্রী @ আমিতশাহ জি…দয়া করে বিষয়টি দেখুন। এটি এখনই বন্ধ হওয়া দরকার।’অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক টুইটে বলেন, ‘মাননীয় জোরামথঙ্গা জি আপনি কী দয়া করে খতিয়ে দেখতে পারেন যে, মিজোরামের নাগরিকরা কেন হাতে লাঠিসোঁটা তুলে নিয়েছে এবং কেন সহিংসতা চালানোর প্ররোচণা দেওয়ার চেষ্টা করছে? আমরা বেসামরিক নাগরিকদের অনুরোধ করছি যে, তারা নিজের হাতে আইন তুলে না নেয় এবং সরকারসমূহের মধ্যে শান্তিপূর্ণ সংলাপের অনুমতি দেয় @ অমিতশাহ @ পিএমও ইন্ডিয়া।’সীমান্ত জটিলতা নিয়ে আসাম ও মিজোরাম রাজ্য সরকারের বিবাদ চলছে দীর্ঘদিন ধরে। ১৬৪ কিলোমিটার পর্যন্ত দুই রাজ্যের সীমান্ত বিস্তৃত। সীমান্তের বিভিন্ন জায়গা দখলের অভিযোগে একে অপরকে দোষারোপ করছেন তারা।গত জুন মাসে একই ভাবে দুই রাজ্যের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। শুধু মিজোরাম নয়, অরুণাচলের সঙ্গেও সীমান্ত জটিলতা রয়েছে আসামের।

Share.