আসিয়ান শীর্ষ সম্মেলন থেকে বাদ মিয়ানমার জান্তা প্রধান

0

ডেস্ক রিপোর্ট: চলতি মাসের শেষের দিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধানকে বাদ দেয়া হয়েছে। এর পরিবর্তে মিয়ানমারের কোনো অরাজনৈতিক প্রতিনিধিকে অংশগ্রহণ করার সুযোগ দেবে সংগঠনটি। গত ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর দমন অভিযান নিয়ে হতাশ হয়ে পড়েছে আসিয়ান। ২৬-২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান নেতাদের আসন্ন বৈঠকে মিয়ানমারের একজন অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। খবর এএফির মিয়ানমারের সেনাবাহিনী ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর শান্তি রোডম্যাপ মেনে চলতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে আসিয়ান। অভ্যুত্থানের বিরুদ্ধে ধর্মঘট ও বিক্ষোভের সময় জাতিসংঘের মতে নিরাপত্তা বাহিনীর হাতে এক হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে। এর ফলে মিয়ানমারে এক দশকের অস্থায়ী গণতন্ত্রের অবসান ঘটায় এবং আন্তর্জাতিক নিন্দা ও নিষেধাজ্ঞা জারি করে।

Share.