মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৫

আসিয়ানের ওপর আস্থা হারিয়েছে মিয়ানমারের ‘ছায়া’ সরকার

0

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারে চলমান সংকট সমাধানে আসিয়ানের ওপর আর আস্থা রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে দেশটির সামরিক জান্তা সরকারের বিরোধীরা। জানা যায়, শুক্রবার (৪ জুন) মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিং অং হ্লায়িংয়ের সঙ্গে আসিয়ানের দুই দূতের সাক্ষাৎ হয়। ওই সময়েই জান্তাবিরোধীরা সংবাদমাধ্যমকে এমন বক্তব্য দেন। জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী মোয়ে জ ও বলেছেন, আসিয়ানের চেষ্টায় তাদের খুব একটা আস্থা নেই। তিনি আরও বলেন, “আমাদের সব আশাই শেষ হয়ে গেছে। আমি করি না, আসিয়ানের এমন কোনও পরিকল্পনা আছে, যার কারণে ওদের ওপর আমরা আস্থা রাখতে পারব।’’মিয়ামনারে সামরিক অভ্যুত্থানের পর করণীয় কী, তা নিয়ে আসিয়ানের দেশগুলোর মতবিরোধের মধ্যেই শুক্রবার মিয়ানমার সফরে যান আসিয়ান জোটের চেয়ারপারসন ও মহাসচিব।এর আগে আসিয়ান নেতারা সর্বসম্মতভাবে মিয়ানমারে সহিংসতা বন্ধের জন্য ৫ দফা প্রস্তাব গ্রহণ করেছিলেন। এর মধ্যে আছে সহিংসতা বন্ধ করা, আলোচনা শুরু করা, ত্রাণ সরবরাহ, বিশেষ দূত নিয়োগ, সব পক্ষের সঙ্গে আলোচনা করার জন্য মিয়ানমারে একটি প্রতিনিধিদল পাঠানো। প্রস্তাবটি গৃহীত হওয়ার ৫ সপ্তাহেরও বেশি সময় পর দুই আসিয়ান নেতা এ সপ্তাহে মিয়ানমার সফরের পরিকল্পনা করেন।

Share.