বুধবার, ডিসেম্বর ২৫

আহত আনসার সদস্যকে দেখতে ঢাকা মেডিকেলে আনসার ভিডিপি মহাপরিচালক

0

ঢাকা অফিস: গতকাল পল্টনের সমাবেশে সংঘর্ষে ঘটনায় আনসার সদস্য হোসাইন(৩২) কে দেখতে ঢাকা মেডিকেলে আসেন,আনসার ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আমিনুল ইসলাম । রবিবার(২৯ অক্টোবর) বিকেল সোয়া ৩টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের দুই নম্বর বেডে দেখতে এসে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার পরিবারের সদস্যকে সান্ত্বনা দেন।কিছুক্ষণ সময় অপেক্ষা করে বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল ত্যাগ করেন তিনি। ওই সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হকসহ আনসার ভিডিপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.