মঙ্গলবার, ডিসেম্বর ২৪

আহত ভিপি নুরকে দেখতে গেলেন মাহমুদুর রহমান মান্না

0

ঢাকা অফিস: বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের হামলায় আহত ভিপি নুরকে দেখতে গেলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এর আগে আজ রোববার দুপুর পৌনে একটার দিকে ‘ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়েছেন। এতে বেস কয়েকজন রক্তাক্ত হয়েছেন। হামলায় আহতরা হলেন- সোহলে, ইমরান, হাসান মামুন, নাজমুল, মামুন, সোহেল, জাহিদ, বিপ্লব, আরিফ, সুমন ও আমিনুল। অন্যদের নাম জানান যায়নি।

Share.