আহত সিনিয়র সাংবাদিকের মৃত্যু, সাংবাদিকদের সংগঠন ও নেতাদের শোক

0

ঢাকা অফিস: রাজধানীতে শনিবারের বিএনপির সমাবেশে পুলিশের টিয়ার শেলের আঘাতে রিকশা থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন সিনিয়র সাংবাদিক রফিক ভুঁইয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ অক্টোবর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। নিহত রফিক ভুঁইয়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। রফিক ভূঁইয়ার মৃত্যুতে সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ (আইপিসিবি), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)সহ বিভিন্ন সংগঠন ও নেতারা শোক জানিয়েছেন। জানা গেছে, শনিবার (২৮ অক্টোবর) সেগুনবাগিচায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের মধ্যে রিকশা থেকে পড়ে আহত হন সাংবাদিক রফিক ভূঁইয়া। আজ রোববার (২৯ অক্টোবর) দুপুরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবীণ এই সাংবাদিকের বাড়ি ফেনীর দাগনভূঁইয়ায়। তিনি চট্টগ্রাম থেকে সাংবাদিকতা শুরু করেন। এরপর ঢাকায় এসেও বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। নিজেও একাধিক সংবাদপত্র প্রকাশ করেছেন। দীর্ঘদিন কানাডা প্রবাসী থাকাকালে সেখানেও সংবাদপত্র প্রকাশ করেন।

Share.