ঢাকা অফিস: রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজ হক (১৬) হত্যা মামলায় ইনজামামুন ইসলাম ওরফে জিসান নামের এক আসামিকে আমৃত্যু ও পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম ও আরিফ হোসেন রিগ্যান। এরমধ্যে আসামি ইনজামামুল ইসলাম ওরফে জিসান ও তৌহিদুল ইসলাম আদালতে হাজির ছিলেন। এ ছাড়া সাজাপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক। তাঁদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আদালতে হাজির থাকা আসামি ইনজামামুল ইসলাম ওরফে জিসান ও তৌহিদুল ইসলামকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ৯ জুন সিটি কলেজের প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি ও খরচ বাবদ টাকা তোলার বিষয় নিয়ে আয়াজের বড় ভাই সিটি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আশদিন হকের সঙ্গে আসামিদের কথাকাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ঘটনার দিন বিকেলে ধানমণ্ডি থানার জিগাতলার যাত্রী ছাউনির কাছে আয়াজকে একা পেয়ে মারপিট করে গুরুতর জখম করে আসামিরা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আয়াজের বাবা আইনজীবী শহীদুল হক ওই বছরের ৯ জুন রাজধানীর ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় সিটি কলেজের বাণিজ্য বিভাগের ছয় ছাত্র ইনজামামুল ইসলাম ওরফে জিসান, তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম ও আরিফ হোসেন রিগ্যানের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো ১০-১২ জনকে আসামি করা হয়।
আয়াজ হত্যা : একজনের আমৃত্যু, পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
0
Share.