আ. লীগের নির্বাচনে বাধা নাই’ বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

0

ঢাকা অফিস: নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই।” তার এ মন্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক বিবৃতিতে এ বক্তব্য প্রত্যাখ্যান করে। বিবৃতিতে তারা উল্লেখ করে, “আওয়ামী লীগ বাংলাদেশে বহু গণহত্যার জন্য দায়ী। গত ১৬ বছরে দলটি গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘন করেছে। সাম্প্রতিক সময়ে জুলাই মাসে ঘটে যাওয়া গণহত্যায় প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া, আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচন নিজেদের দখলে রেখেছে, যা নির্বাচনী ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। এমন একটি দলের নির্বাচনে অংশগ্রহণ জনগণের আকাঙ্ক্ষার বিপরীত।” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে আরও বলা হয়, “যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের আমরা বিরোধিতা করি। তাদের নির্বাচনে অংশগ্রহণ হলে শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে।” তারা নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।”

Share.