ডেস্ক রিপোর্ট: ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে চলতি বছরে অবৈধভাবে ২৫ হাজার ১৪৬ শরণার্থী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় থেকে প্রকাশ করা শরণার্থী বিষয়ক সর্বশেষ পরিসংখ্যান এটি। মূলত, ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে শরণার্থীরা যুক্তরাজ্যে প্রবেশ করেন। সম্প্রতি ১৯টি ছোট ছোট নৌকায় মোট ৯১৫ জন শরণার্থী দক্ষিণপূর্ব ইংল্যান্ডের কেন্ট কাউন্টিতে প্রবেশ করেছে। যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। খবর বিবিসির। এ মাসে এখন পর্যন্ত আট হাজার ৭৪৭ শরণার্থী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে কেন্ট গেছেন, গত সপ্তাহেই গেছেন তিন হাজার ৭৩৩ জন। আর গত সোমবার গেছেন এক হাজার ২৯৫ জন। যা এক দিনে সর্বোচ্চ। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসতে থাকা শরণার্থীর ঢল ঠেকাতে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল নতুন একটি পরিকল্পনা উদ্বোধন করেছিলেন। যেখান বলা হয়েছিল, অবৈধ শরণার্থীদের রুয়ান্ডার আশ্রয় শিবিরে পাঠানো হবে। কিন্তু আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে ওই যাত্রা বাতিল হয় হয়। কিন্তু তাতেও আটকানো যায়নি শরণার্থীর ঢল। তারপর থেকে এ কয়েক মাসে ১৯ হাজার ৮৭৮ জন শরণার্থী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে প্রবেশ করেছেন।
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে ২৫ হাজার ১৪৬ শরণার্থী ইংল্যান্ডে
0
Share.