সোমবার, ডিসেম্বর ২৩

ইংল্যান্ডের গোল উৎসব, ফ্রান্সকে রুখে দিল তুরস্ক

0

স্পোর্টস ডেস্ক: ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচে ‘এ’ গ্রুপের ম্যাচে বুলগেরিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ‘এইচ’ গ্রুপে তুরস্কোর কাছে ১-১ গোলের হোঁচট নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। নিজেদের ইতিহাসে ৯৯৯তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন রাহিম স্টার্লিং ও রস বার্কলে। আর একটি করে গোল করেন হ্যারি কেইন ও মার্কাস র‌্যাশফোর্ড। আগের ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে ২-১ গোলের হারের ক্ষত এ ম্যাচে ভালোই শোধ তুলে নিল ইংলিশরা। এর আগে গত মাসে নিজেদের মাঠে ৪-০ ব্যবধানে বুলগেরিয়াকে হারিয়েছিল সাউথগেটের শিষ্যরা। গ্রুপে ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেক রিপাবলিক।একই গ্রুপের অন ম্যাচে ম্যাচে মন্টেনেগ্রোকে ২-০ গোলে হারিয়ে ১১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে কসোভো। এদিকে গত জুনে প্রথম দেখায় তুরস্কের মাঠে ২-০ গোলে হারা ইউরোর গত আসরের রানার্সআপ ফ্রান্স এ ম্যাচেও হোঁচট খেল। ৭৬ মিনিটে অলিভার জিরুদের গোলে ফরাসিরা এগিয়ে গেলেও পাঁচ মিনিট পরেই অয়হানের গোলে সমতায় ফিরে হার এড়ায় তার্কিশরা। এইচ গ্রুপে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে তুর্কিরা। সমান ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। তৃতীয় স্থানে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ১৫। চার নম্বরের দল আলবেনিয়ার পয়েন্ট ১২। ফ্রান্স ও তুরস্ক অবশ্য আগেই মূল পর্ব নিশ্চিত করেছে। একই গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ড ২-০ গোলে অ্যান্ডোরাকে এবং আলবেনিয়া ৪-০ গোলে মলডোভাকে হারিয়েছে।

Share.