বুধবার, জানুয়ারী ২২

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই উইলিয়ামসন

0

স্পোর্টস ডেস্ক: দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কেন উইলিয়ামসন। হিপ ইনজুরিতে তিনি ছিটকে যাওয়ায় পাঁচ ম্যাচের এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। টেস্ট প্রস্তুতি সামনে রেখে প্রথম তিন ম্যাচের দলে নেই ট্রেন্ট বোল্ট। নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে উইলিয়ামসন এই সপ্তাহে প্লাঙ্কেট শিল্ড খেললেও কোচ গ্যারি স্টিডের সঙ্গে আলোচনা করে বিশ্রাম নেওয়া উপযুক্ত মনে করছেন। কিউই কোচ বলেছেন, ‘তার চোটের অবস্থা আমরা কিছু দিন পর্যবেক্ষণ করেছি। একই সমস্যায় গত মার্চে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে খেলা হয়নি তার।’ সামনে ব্যস্ত মৌসুম থাকায় উইলিয়ামসনকে মাঠের বাইরে রাখা সঠিক সিদ্ধান্ত হবে মনে করেন স্টিড। অধিনায়ক হিসেবে তিনি ভরসা রাখছেন সাউদির ওপর, ‘টিমের মতো অভিজ্ঞ কাউকে পেয়ে আমরা ভাগ্যবান, যে খুব স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারে এবং সম্প্রতি শ্রীলঙ্কা সফরে সে সফল হয়েছিল।’ শ্রীলঙ্কা সফরে উইলিয়ামসন বিশ্রামে থাকায় নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন সাউদি, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি তারা জেতে ২-১ এ। আঙুলের চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা লকি ফার্গুসন প্রথম তিন ম্যাচের দলে আছেন। শেষ দুই ম্যাচে তার জায়গা নেবেন বোল্ট। আগামী ১ নভেম্বর ক্রাইস্টচার্চে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টিম সাউদি (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট (শেষ ২ ম্যাচ), কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন (প্রথম ৩ ম্যাচ), মার্টিন গাপটিল, স্কট কুগেলেইন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, রস টেলর, ব্লেয়ার টিকনার।

Share.