বুধবার, জানুয়ারী ১

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

0

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ডাক পেয়েছেন ওয়াহাব রিয়াজ ও সরফরাজ আহমেদ। সিরিজে ৩টি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।যার জন্য ২৯ জনের দল নিয়ে ইংল্যান্ড গিয়েছিলো পিসিবি। সেখান থেকে সাদা পোশাকের জন্য ২০ জনের স্কোয়াড ঘোষণা করেছে সফররতরা।২০১৮ সালের পর টেস্ট দলে ফিরেছেন পেইসার ওয়াহাব রিয়াজ। আছেন গেলো বছরের জানুয়ারিতে সবশেষ টেস্ট খেলা সরফরাজ। এছাড়া অভিষেকের অপেক্ষায় আছেন কাশিফ ভাট্টি।আজহার আলীর নেতৃত্বে দলে আছেন বাবর আজম, আবিদ আলি, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, ইয়াসির শাহ।৫ আগস্ট ম্যানচেস্টারে হবে দুই দলের প্রথম টেস্ট। এরপর সাউদাম্পটনের ২য় ও ৩য় টেস্ট।

Share.