সোমবার, জানুয়ারী ২৭

ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউড

0

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ী কোচ ট্রেভর বেইলিসের উত্তরসূরি বেছে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সব ফরম্যাটের জন্য হেড কোচ হিসেবে নেওয়া হয়েছে ক্রিস সিলভারউডকে। বেশ কিছুদিন ধরে তার নামটি বেশি করে শোনা যাচ্ছিল ইংলিশ গণমাধ্যমে। সোমবার অবশেষে চূড়ান্ত ঘোষণা দিলো ইসিবি। হেড কোচের দায়িত্ব পাওয়ার আগে ইংলিশ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিলভারউড। গত সপ্তাহে অ্যালেক স্টুয়ার্ট সাক্ষাৎকার থেকে নিজেকে সরিয়ে নিলে ফেভারিট হিসেবে আলোচনায় চলে আসে তার নাম। অবশ্য এই সাক্ষাৎকার পর্বে গ্যারি কারস্টেনকেও রাখা হয়েছিল। তবে নির্বাচক প্যানেলকে সিলভারউড সন্তুষ্ট করতে পারায় তাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় ইসিবি। ইসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলসের কথা থেকেই বোঝা গেলো নতুন কোচ নিয়ে সন্তুষ্ট তারা। তিনি বলেছেন, ‘আবেদনকারীদের মধ্যে সেরা প্রার্থী ছিলেন সিলভারউড। আমি মনে আমাদের দলটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তার মতো একজনকেই প্রয়োজন।’ বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের ক্যাম্পেইনে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিলভারউড। পূর্ণকালীন হিসেবে দায়িত্ব বুঝে পান ২০১৭ সালের পর। এছাড়া ইংল্যান্ডের হয়ে সাতটি ওয়ানডে ও ৬টি টেস্ট খেলারও অভিজ্ঞতা আছে। খেলা ছাড়ার পর কাউন্টিতে কোচিংয়ে সাফল্য রয়েছে সিলভারউডের। ‍

Share.