সোমবার, জানুয়ারী ২০

ইংল্যান্ডে দৃষ্টিনন্দন মসজিদ বানাচ্ছেন বিলিয়নিয়র মুসলিম ভাইয়েরা

0

ডেস্ক রিপোর্ট: ইংল্যান্ডে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করছেন বিলিয়নিয়র মুসলিম ভাইয়েরা। উত্তর পশ্চিম ইংল্যান্ডে মসজিদ নির্মাণের জন্য অনুমতি দিয়েছে প্রশাসন। এই প্রকল্পের সব ব্যয়ভার বহন করবেন চেইনশপ আসদার মালিক ব্রিটিশ বিলিয়নিয়র মুসলিম ভাইয়েরা।জানা যায়, ৫ মিলিয়ন পাউন্ড (৬.৯ মিলিয়ন ডলার) খরচ করে মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছিলেন বিলিয়নিয়র ভাইয়েরা। তবে শুরুতে এটি বাধার মুখে পড়েছিল। শেষ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের অনুমতি দিয়েছে প্রশাসন।প্রকল্পের বিরুদ্ধে উত্থাপিত ২১টি সমস্যা সমাধানে রাজি হয়েছে এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঈসা ফাউন্ডেশন। তারপরই স্থানীয় কাউন্সিলর এতে অনুমতি দিয়েছেন।কাউন্সিলর ফিল রে বলেন, এটি একটি ‘চিত্তাকর্ষক সুবিধা’ হবে যা শহরের ভাবমূর্তি বাড়িয়ে তুলতে পারে। সাবেক একটি বিদ্যালয় প্রাঙ্গণে প্রকল্পটি বাস্তবায়ন হবে।মসজিদ নির্মাণের অনুমতি চাওয়ার পর এ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন লিবারেল ডেমোক্র্যাটিক কাউন্সিলর পল ব্রাউন। তিনি মসজিদের মিনারগুলোর উচ্চতা নিয়ে উদ্বেগ জানান ও আজানের ফলে হট্টগোলের সৃষ্টি হবে বলে অভিযোগ করেন।তবে প্রকল্প ব্যবস্থাপক গ্যাভিন প্রেসকোট বলেন, প্রস্তাবিত ২৯ মিটার উঁচু মিনার স্থানীয় দুটি গির্জার সঙ্গে বিদ্যমান টাওয়ারগুলির মতোই। এছাড়া আজানের শব্দ সীমাবদ্ধ রাখা হবে।কাউন্সিলের নেতৃত্বে থাকা রিলে বলেন, এটি সাধারণ কোনো মসজিদ হবে না। বরং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গেটওয়ে এবং ল্যান্ডমার্ক ভবন হবে। ইসলামী স্থাপত্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটাবে। এটি এমন এক জায়গায় হচ্ছে যেখানে বৈচিত্র প্রকাশ করবে, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা মিশে রয়েছে।মসজিদের পাশে একটি মোড়ের সুরক্ষা বাড়ানোর জন্য এবং সড়কে নিরাপত্তা ঝুঁকি হ্রাস করতে ৩ লাখ পাউন্ড দেবে ঈসা ফাউন্ডেশন।

Share.