ইংল্যান্ড সফরের আগে ‘ডিম’ বিতর্কে কোহলি

0

স্পোর্টস ডেস্ক: ৩ জুন দলবল নিয়ে ইংল্যান্ডের বিমান ধরবেন বিরাট কোহলি। রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। রয়েছে ইংল্যান্ডের সঙ্গে ৫টি টেস্ট ম্যাচ। তার আগেই কী না বিরাট কোহলি বিতর্কে জড়ালেন এক ডিম নিয়ে।দীর্ঘ সময় ধরেই বিরাট কোহালি পরিবর্তন এনেছেন খাদ্যাভ্যাস। তবে এ নিয়ে হঠাৎ বিতর্ক ছড়িয়েছে গণমাধ্যমে। এই বিতর্ক থামাতে শেষ পর্যন্ত উত্তর দিতে হয়েছে বিরাটকে।সম্প্রতি ইনস্টাগ্রামে বিরাট কোহলি ভক্তদের উদ্দেশে প্রশ্ন ছুড়েন, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারো।সেখানে অনেকে তার খেলোয়াড়ি, ব্যক্তি জীবন নিয়ে জানতে চান। তবে এক ভক্ত প্রশ্ন করেন, বিরাটের ডায়েট কি? এই প্রশ্নের উত্তরে বিরাট লিখেছিলেন, “অনেক সবজি, কয়েকটা ডিম, দুই কাপ কফি। এছাড়া ধোসাও অনেক পছন্দের। তবে সব কিছুই নির্দিষ্ট পরিমাণ অনুসারে খাওয়া হয়।”এতেই অনেকে ট্রল শুরু করেন, ডিম কি তাহলে নিরামিষ জাতীয় খাবার? কেন না এত দিন সবার জানা ছিল, কোহালি এবং তার স্ত্রী আনুষ্কা শর্মা দু’জনেই নিরামিষাশী। যখনই জানতে পেরেছেন বিরাট-আনুষ্কা ডিমও খান। তখনই সেটা হাসিঠাট্টায় রূপ নেয়। এক ভক্ত লেখেন, ডিমগুলির মা হয়তো নিরামিষাশী ছিল’।এসবের উত্তর দিতে মঙ্গলবার ইনস্টাগ্রামে বিরাট লেখেন, তিনি নাকি কখনোই বলেননি তারা নিরামিষ ভোজী।“আমি ‘কখনোই বলিনি, আমি নিরামিষ ভোজী। আমি নিরামিষাশী। যদি আপনার ইচ্ছা হয় তবে বড় একটা নিঃশ্বাস নিন আর প্রচুর নিরামিষ খাদ্য খান!’’

Share.