ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

0

ঢাকা অফিস: ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল । বুধবার (৭ জুন) বিকেলে ঢাকাস্থ ইইউ অফিসে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানাননি তিনি। বিএনপির অন্য কোনো নেতাও এ বিষয়ে কিছু বলেননি।এর আগে মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার পিটার হাস মঙ্গলবার ও গতকাল বুধবার আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেছেন।

Share.