রবিবার, নভেম্বর ২৪

ইউক্রেনকে আরও ২.৬ বিলিয়ন ডলারের সহায়তার অনুমোদন যুক্তরাষ্ট্রের

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনকে আরও দুই দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে ৬৭৫ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক অস্ত্রও অন্তর্ভুক্ত রয়েছে।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জার্মানিতে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে ইউক্রেনকে নতুন এ সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। গত ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর এখনও পর্যন্ত ইউক্রেনকে ১৩ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনের যতদিন সহায়তা প্রয়োজন মিত্রদেশগুলোকে অবশ্যই ততদিন সহায়তা দিতে হবে এবং আরও সামরিক সহায়তার জন্য প্রস্তুত থাকতে হবে। এর অর্থ হল- জরুরি ভিত্তিতে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের জন্য সামরিক অস্ত্র তৈরির কারখানাগুলোকে উৎপাদন আরও কয়েকগুণ বৃদ্ধি করতে হবে। তিনি রাশিয়ার সামরিক অভিযানকে অবৈধ, সাম্রাজ্যবাদী হিসেবে অভিহিত করেন।

Share.