ইউক্রেনকে দূরপাল্লার রকেট দিয়েছে যুক্তরাষ্ট্র

0

ডেস্ক রিপোর্ট:  রাশিয়া জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইচ্ছাকৃত ভাবে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত করতে দেশটিতে নতুন দূর পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে জানা যায় বাইডেন বলেছেন, এই প্রাণঘাতী সহায়তা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অবস্থাকে শক্তিশালী করে তুলবে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা বাড়াবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধের উত্তেজনা বাড়াচ্ছে। এ ধরনের সরবরাহ শান্তি আলোচনায় ইউক্রেনের নেতাদের ফিরে আসার কোন সম্ভাবনা রাখবেনা। অন্যদিকে প্রেসিডেন্ট বাইডেন বলছেন, মারণাস্ত্র ইউক্রেনকে আরও শক্তিশালী করবে। মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকন বলেন , ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং দীর্ঘ সংঘাতের জন্য সর্তক করেছিল। হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এসব অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে হামলায় ব্যবহৃত হবে না নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্র তা সরবরাহের সিদ্ধান্ত নেয়। জেলেনস্কি এক সাক্ষাৎকারে এ কথা নিশ্চিত করেন। ইউক্রেনের কাছে যেসব কামান ও রকেট রয়েছে তার চাইতে ও যুক্তরাষ্ট্রের রকেট অনেক বেশি দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে।

Share.